মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা
দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আগামী তিন দিনের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শেষ রাত থেকে সকাল পর্যন্ত উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমার পাশাপাশি দিনের তাপমাত্রাও কমবে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আগামী তিন দিনের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, গতকালের চেয়ে আজ ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে। এজন্য শীত অনুভূত হচ্ছে। এটি আগামী দুই/তিন দিন অব্যাহত থাকবে।
শৈত্যপ্রবাহের বিষয়ে তিনি বলেন, উত্তর পশ্চিমাঞ্চলে এটির সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনের মধ্যে বিষয়টি স্পষ্ট হবে।