আজ আমার বিয়ে : মিথিলা
প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী। ৬ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে।
বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। তিনি বলেছেন, ‘আজ সন্ধ্যায় সৃজিত আর আমার বিয়ে। একেবারেই ঘরোয়াভাবে। শুধু রেজিস্ট্রি হবে। এখানে আমাদের দুজনের পরিবারের মানুষজন আর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু থাকবেন। বিয়ের পর বাইরে একটি হোটেলে সবাই মিলে রাতের খাবার খাব।’
মিথিলা আরো বলেন, ‘আমরা এখন দক্ষিণ কলকাতায়, সৃজিতের বাসায় আছি। এখানে আমার সাথে আমার মেয়েও আছে। আমরা এসেছি গত মঙ্গলবার। এরপর এখানে এসেছেন আব্বু, আম্মু, ভাইবোন, আমাদের পরিবারের মানুষজন।’
মিথিলা বলেন, ‘সকাল থেকে খুব ব্যস্ত আছি। নিজেই সাজব। বিয়ের জন্য আড়ং থেকে জামদানি শাড়ি কিনেছি। আর সৃজিত পাজামা, পাঞ্জাবি আর জহরকোট পরবে। এগুলো কলকাতা থেকে কেনা হয়েছে।’
হানিমুনের বিষয়ে মিথিলা বলেন, ‘হানিমুন আলাদাভাবে করা হবে না। আমরা দুজনই কাজপাগল। আগামীকাল শনিবার সকালে আমরা জেনেভায় যাব। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি একটু বেড়ানো হবে। সব মিলিয়ে সেখানে আমরা এক সপ্তাহ থাকব। আসলে সেখানে কাজটাই হবে।’