যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী সংখ্যা সর্বকালে সর্বোচ্চ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা রেকর্ড গড়েছে।
বর্তমানে এ সংখ্যা ৮ হাজার ২৪৯, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ বিষয়ক ২০১৯ সালের 'ওপেন ডোরস রিপোর্ট' এ তথ্য প্রকাশ করেছে।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছে, দেশটিতে শিক্ষার্থী পাঠানোর হার সবচেয়ে দ্রুত বেড়ে চলা দেশগুলোর একটি হলো বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সমগ্র বিশ্বে ২০তম এবং দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ৮ হাজার ২৪৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ২৭৮ জনই স্নাতক পর্যায়ের।