সেলমার্কেট এবং হাইডএয়ার কপিরাইট রেজিস্ট্রেশন পেলো
×
সংগৃহিত
সেলমার্কেট একটি ই-কমার্স প্লাটফর্ম এর ব্র্যান্ড হাইডএয়ার (hideAir) যা বাংলাদেশ কপিরাইট অফিস কর্তৃক কপিরাইট রেজিস্ট্রেশন প্রদান করেন। ইতোপূর্বে সেলমার্কেট গ্লোবাল লিমিটেড এবং হাইডএয়ার লিমিটেড নামে কোম্পানি ২টি ইউকে গভর্নমেন্ট কর্তৃক রেজিস্ট্রেশন গ্রহণ করেন। বাংলাদেশে ই-কমার্স জগতে এক ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন। বাংলাদেশের বেকার সমস্যা এবং ইনভেস্টমেন্ট নিরাপত্তার মারাত্মক হুমকী থাকায় এই সব এর পাশাপাশি ই-কমার্স এর ইন্টারন্যাশনাল মান এ নিজেদের অবস্থান তৈরী করার প্রত্যয়ে কাজ করে যাবে বলে সেলমার্কেট এন্ড হাইডএয়ার (hideAir) অথরিটি আশাবাদ ব্যক্ত করেন।