ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
×
রাজশাহীর পুঠিয়ায় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে রাজশাহী কলেজের ছাত্র হায়দার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার ভোরে অভিযুক্ত ছাত্রের সঙ্গে ভুক্তভোগীর বিয়ের দাবিতে তিন পুলিশকে আটকে রাখে এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত হায়দারের। রবিবার দিবাগত রাতে কিশোরীর ঘরে প্রবেশ করে সে। ভোরে বেরিয়ে যাওয়ার সময় তাকে আটক করে ওই কিশোরীর ভাই।
বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকাবাসী বিয়ের দাবি জানায়। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়েতে আপত্তি জানায় পুলিশ। এরপর অভিযুক্ত হায়দারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে।