সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করতে মালিকদের আহ্বান : তথ্যমন্ত্রী
×
সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এসময় সংবাদ কর্মীদের ছাটাই না করারও আহ্বান জানান তিনি। করোনা পরিস্থিতি নিয়ে সরকার যেখানে ভালো অবস্থায় আছে, সেখানে বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে হাস্যকর করে তুলছে নিজেদের বলেও মন্তব্য করেন তিনি।
সমালোচনাকে বিবেকহীনদের মতো আচরণ উল্লেখ করেছেন তিনি। অন্ধের মতো সমালোচনা পরিহারের আহবান জানান তথ্যমন্ত্রী। প্রতিদিনই সরকারের সমালোচনা করে হাস্যকর করে তুলছে নিজেদের।