মেক্সিকোতে বার্ষিক 'জোম্বি ওয়াক' উৎসব

মেক্সিকোর সংস্কৃতির অন্যতম অংশ জোম্বি ওয়াক।

প্রতিবছরের মতো এবারও দেশটিতে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে পালিত হলো জীবন্ত লাশের মিছিল। বার্ষিক জোম্বি ওয়াকের আয়োজনে অদ্ভূদ পোশাক ও ভয়ানক সাজে মেক্সিকো শহর যেন ভৌতিক সৌন্দর্যে রূপ নেয়।

হঠাৎ করে দেখলে মনে হবে যেন ভূতের রাজ্য। যেন জীবন্ত লাশের দখলে চলে গেছে পুরো শহর। তবে পরিস্থিতি ভয়াবহ হলেও ভয়ের কিছু নেই।  

মেক্সিকো শহরের বাসিন্দারা বার্ষিক জোম্বি ওয়াকে অংশ নিতেই এমন বেশে সেজেছেন।

প্রতিবছরই ঘটা করে মেক্সিকোতে পালিত হয় ব্যতিক্রমধর্মী এই উৎসব। সাজসজ্জায় ভয়াবহতার পাশাপাশি পোশাক ও ভঙ্গিতেও বৈচিত্রতা রয়েছে এসব জোম্বিদের।

জোম্বি ওয়াকে অংশগ্রহণকারীদের বেশির ভাগই এসেছেন পুরো পরিবার নিয়ে। অনেক পরিবার আবার ভয় দেখানোর এই আয়োজন উপভোগ করতে রাস্তায় নেমে এসেছেন।