উহানে ১৯ দিনে ১ কোটি মানুষের করোনা টেস্ট, শনাক্ত মাত্র ৩০০!
চীনের উহান থেকেই বিশ্বব্যাপী ছড়িয়েছিল প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড১৯)। বিশ্বের প্রায় সব দেশই যখন করোনাভাইরাসের রোগীদের সামাল দিতে হাবুডুবু খাচ্ছে সেখানে চীনের অবস্থা অনেকটা স্বাভাবিক। সম্প্রতি চীনের উহানের প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) মানুষের করোনা টেস্ট করা হয়েছে মাত্র ১৯ দিনে, ভাইরাস শনাক্ত হয়েছে মাত্র ৩০০ জনের মধ্যে।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
উহানের একজন কর্মকর্তা এপিকে বলেছেন , ‘শহরটি সব বাসিন্দা পরীক্ষা সম্পন্ন করেছে। পজিটিভ হওয়া ৩০০ জন ব্যক্তি সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ যাদের ছিল, তাদের মাঝে কোনো সংক্রমণ না পেলে শহরটিকে সম্পূর্ণ করোনামুক্ত ঘোষণা করা হবে। আপাতত এই ৩০০ জনকে আলাদা করে রাখা হবে যাতে তাদের মাধ্যমে অন্যদের মাঝে সংক্রমণ ছড়াতে না পারে।’
এটাকে বড় সাফল্য উল্লেক করে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সহকারি পরিচালক ফেং জিজিয়ান বলেন, ‘এটি কেবল উহানের জনগণকে স্বস্তি দেবে না, বরং এটি চীন জুড়েই মানুষের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে।’
পরীক্ষার জন্য গঠিত বিশেষজ্ঞের একটি টিমের সদস্য লি লানজুয়ান বলেন, ‘আগের পরীক্ষিতদের যদি নতুনদের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় তবে ১ কোটি ১০ লাখ লোকের শহরে কার্যত ৫ বছরের বেশি বয়সের প্রত্যেকেরই পরীক্ষা করা হয়েছে। উহান শহর এখন নিরাপদ।’
চীনে যে পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে তার শতকরা ৮০ ভাগ উহান শহরের। ভারত ইন্দোনেশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মত উন্নত দেশগুলো এখনো যাদের মধ্যে লক্ষণ আছে শুধু তাদের করোনা পরীক্ষা করাচ্ছে।