যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয়, ইউপি চেয়ারম্যান শফি সাময়িক বরখাস্ত
কাউকে কিছু না জানিয়ে করোনাভাইরাসের মতো দুর্যোগের সময় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আল শফি আনসারীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা দূর্যোগের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে আমেরিকা পাড়ি দেওয়ায় রহনপুর ইউপির চেয়ারম্যান শাহ আল শফি আনসারীকে সাময়িক বরখাস্ত করা হলো। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল কর্তৃপক্ষকে যথাযথ কারণ না জানিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারের কাছে পাড়ি জমান শাহ আল শফি আনসারী। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান গত ১৫ এপ্রিল এক স্মরকে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেন। পরে জেলা প্রশাসক কর্তৃক বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়।