‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন শিলা

শিরোপা জিতে নিলেন শিরিন আক্তার শিলা। প্রথম রানার্স আপ হন আলিশা ইসলাম, আর দ্বিতীয় রানার্স আপ জেসিয়া ইসলাম।

দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হলেন শিরিন আক্তার শিলা। বুধবার রাজধানীর বসুন্ধরা আর্ন্তজতিক কনভেনশন হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন বলিউড তারকা সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

প্রতিযোগিতায় বিভিন্ন ধাপ পেরিয়ে বুধবার সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয় এর গ্র্যান্ড ফিনালে। এবারের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’।

বিভিন্ন ধাপে প্রতিযোগিতা শেষে সেরা দশে ছিলেন মারিয়া মুমু, সানোবার তাইফা, স্মৃতি আক্তার, আফলা আমরার, জেসিয়া ইসলাম, তামান্না ইসরাত সোহানি, ঈরানা ইশরাত, তৌসিবা ইসলাম আনিতা, আলিশা ইসলাম ও শিরিন আক্তার শিলা।

 

এরপর বিচারকদের যাচাই-বাছাইয়ে নির্ধারিত হয় সেরা পাঁচ। কে হবেন প্রথমবারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ? মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৮তম আসরে কে করবেন বাংলাদেশের প্রতিনিধিত্ব?

অবশেষে, রুদ্ধশ্বাস অপেক্ষার পালা শেষে নাম ঘোষণা হলো মিস ইউনিভার্স বাংলাদেশের।

বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন বলিউড তারকা সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

প্রথম রার্নার আপ হন আলিশা ইসলাম এবং ২য় রানার আপ জেসিয়া ইসলাম।

আগামী ১৯শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিজয়ী 'শিরিন আক্তার শিলা' সেই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।