বিএনপি'র এজেন্টদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির
ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিতে চাইলে তা সামর্থ্য অনুযায়ী প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।শনিবার বেলা সাড়ে ১১টায় উত্তরার আইইএফ স্কুল এন্ড স্কুল ভোট কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
ঢাকার দুই সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে ভোটের পরিবেশ ভালো হলেও ভোটারের উপস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সিইসি বিএনপির পোলিং এজেন্টদের উদ্দেশ্যে বলেন, কেউ বললেই এজেন্টকে বের হয়ে যেতে হবে, এমন হলে তো চলবে না। এজেন্টদেরকেও প্রতিরোধ করতে হবে। তারপর প্রিজাইডিং অফিসার আছেন, আইনশৃঙ্খলা বাহিনী আছেন, ধাপে ধাপে তাদের জানাতে হবে। যারা এজেন্ট, তাদেরও তো কেন্দ্রে টিকে থাকার সামর্থ্য থাকতে হবে। কেউ এসে বললো, তুমি বেরিয়ে যাও আর তিনি বেরিয়ে যাবেন, সেটা করলে তো হবে না। কেন্দ্রে কেন্দ্রে সেখানে প্রতিরোধ গড়ে তোলা উচিত। শুধু মুখে মুখে অভিযোগের কথা বললে হবে না।
ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম নিয়ে সিইসি বলেন, ‘আমরা পরিবেশ তৈরি করেছি। ভোটার আনার দায়িত্ব তো আমাদের না, প্রার্থীদের। তারা ভোটারদের আনবে।’ এ সময় ভোটের সার্বিক পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট বলেও জানান।