করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা

ছবি : সংগৃহীত

মহামারি আকারে ছড়িয়ে পড়া চীনের প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার জেনেভায় এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয় সংস্থাটি। খবর সিএনএন, আল জাজিরা।

সিএনএনের খবরে বলা হয়েছে, এ রোগে এখন পর্যন্ত ১৭১ জনের মৃত্যু ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৮১০০ ছাড়িয়ে গেছে।

এছাড়া চীনের ৩১টি প্রদেশেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। ভূতুড়ে শহরে পরিণত হচ্ছে চীনের বড় শহরগুলো।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০টির মতো দেশে ছড়িয়ে পড়েছে।

গত বছরের জুলাইয়ে আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ছড়িয়ে পড়ায় তখন বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।