মুজিববর্ষের লক্ষ্য দেশ থেকে বেকারত্ব দূর করা: প্রধানমন্ত্রী
'মুজিববর্ষের লক্ষ্য দেশ থেকে বেকারত্ব দূর করা।' বৃহস্পতিবার দুপুরে, নিজ কার্যালয়ে যুব সংগঠকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে যুবদের চাকরির মানসিকতা বাদ দিয়ে উদ্যোক্তা হওয়ার আহবান জানান সরকার প্রধান।
মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে যুব সংগঠকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান তিনি।
যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা এবং দক্ষ জনশক্তিতে গড়ে তোলার লক্ষ্যে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা।
এসময়, বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দেন দেশ থেকে বেকারত্ব দূর করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। যুবদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।
সরকারের সব পদক্ষেপে যুব সমাজকে প্রাধান্য দিয়ে করা হচ্ছে জানিয়ে, সব অর্জন আর সাফল্যকে এগিয়ে নিতে যুবসমাজের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।