বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা-প্যারাগুয়ে

বাংলাদেশে আসছে না আর্জন্টিনা ও প্যারাগুয়ে ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। তবে আগামী মাসে হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। কম্বোডিয়া-লাওস না আসলে ৪ দল নিয়েই মাঠে গড়াবে এবারের আসর। বাফুফের কার্যনির্বাহি কমিটির সভা শেষে আরো জানানো হয়, বাফুফেকে অনুদানের এমবার্গ তুলে নিয়েছে ফিফা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ১৭তম সভা। পূর্ব বৈঠকের সিদ্ধান্তের অনুমোদন ধন্যবাদ জ্ঞাপন দিয়ে শুরু হওয়া বৈঠকে আলোচনা  হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে।

বৈঠক শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী বলেন জানান আপাতত ঢাকায় আসছে না আর্জেন্টিনা-প্যারাগুয়ে।

বাফুফেকে দেয়া মাসিক অনুদানের উপর এমবার্গ থাকায় এতদিন অনুদানের অর্ধেক টাকা দিতো ফিফা। সম্প্রতি ফিফা সে এম্বার্গ তুলে নিচ্ছি বলে জানিয়েছেন বাফুফের এই কর্তা।

বৈঠকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের আয়োজনের বিষয়েও হয়েছে আলোচনা।

তবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে মার্চের পর বার্সা-রিয়ালের মত ক্লাব দল নিয়ে প্রীতি ম্যাচ আয়োজনের চেস্টা করছে বাফুফে