ঢাকার দুই সিটির নির্বাচন; মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা
×
ছবি : সংগৃহীত
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন। এ নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় দুই শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে নামাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ (মঙ্গলবার) থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। তাদের মূল কাজ হবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধীদের শাস্তির আওতায় আনা।
ইসি সূত্রে জানা গেছে, দুই সিটিতে এবার ১৭২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে। এদের মধ্যে ডিএনসিসিতে ৭২ জন আর ডিএসসিসিতে ১০০ জন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।