টাইগারদের দায়িত্ব নিতে ঢাকায় ড্যানিয়েল ভেট্টোরি

টাইগার স্পিনারদের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন ড্যানিয়েল ভেট্টোরি।

ভারত সফরকে সামনে রেখে আজ শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। এ সফরকে সামনে রেখে এবং টাইগারদের দায়িত্ব নিতে আজ শুক্রবার সকালে ঢাকা পৌঁছেছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় ড্যানিয়েল ভেট্টোরি। ভেট্টোরি ছাড়াও ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিসহ কোচিং-স্টাফের সবাই।

আজ শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্প যোগ দেয়ার কথা রয়েছে ভেট্টোরি-ডমিঙ্গো-ম্যাকেনঞ্জি সকলেই। ডমিঙ্গোর অধীনে টাইগাররা ইতোমধ্যে তিনটি সিরিজ খেলেছে। তবে, ভেট্টোরি যোগদানের ফলে আজই প্রথম পূর্ণ কোচিং-স্টাফ একসাথে কাজ শুরু করতে যাচ্ছে।

আসছে ভারত সফরে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ খেলবে সাকিব-তামিমরা। গুরুত্বপূর্ণ এ সফরকে সামনে রেখে শিষ্যদের প্রস্তুত করতেই এসেছেন ভেট্টোরি। গত জুলাইয়ে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরির নাম ঘোষণা করে বিসিবি। সাকিব-মিরাজদের সঙ্গে মোট ১শ' দিন কাজ করবেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক।