মুক্তাগাছা প্রেসক্লাব নির্বাচনে নজরুল সভাপতি, শফিক সম্পাদক
×
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে দেশ বিডি টোয়েন্টিফোর ডট কম এর বিশেষ প্রতিনিধি এম নজরুল ইসলাম সভাপতি ও দৈনিক সমকাল মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি শফিক সরকার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার প্রেসক্লাব ভবনে প্রথম পর্বে মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এফএম এ সালামের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে শামছুদ্দিন মাস্টার, বজরং আগরওয়ালা ও মাহবুবুল আলম রতনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গোপন ব্যালট ভোটের মাধ্যমে এম নজরুল ইসলাম সভাপতি ও শফিক সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী ১ জানুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।