সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বিসিবি

অনাপত্তিপত্র না নিয়েই চুক্তি; সাকিব আল হাসানকে আইনি নোটিস পাঠাচ্ছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র না নিয়েই একটি টেলিকম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করায় সাকিব আল হাসানকে আইনি নোটিস পাঠাচ্ছে বিসিবি।

আজ শনিবার তথ্য নিশ্চিত করে এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।

 

গত ২২শে অক্টোবর ক্রিকেটারদের ধর্মঘটের সময় সাকিব আল হাসানকে তাদের নতুন ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয় গ্রামীণফোন। 

২১শে অক্টোবর ১১ দফা দাবিতে এবং পরে ১৩ দফা দাবি আদায়ে দেশের শীর্ষ ক্রিকেটারদের ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটে অচলাবস্থা সৃষ্টি হয়। তিনদিন পর বিসিবি জানায়, তারা বেশিরভাগ দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিসিবি অধিকাংশ দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় ধর্মঘট স্থগিত করেন ক্রিকেটাররা। সেই ধর্মঘটে সর্বাগ্রে ছিলেন সাকিব।